Friday, December 19, 2025

ঢাবিতে বঙ্গবন্ধু হলের নাম বদলে হাদির নাম দিলেন হল সংসদ নেতারা


তিস্তা নিউজ ডেস্ক ঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পাল্টে ‘শহীদ ওসমান হাদি হল’ নামে পোস্টার লাগিয়ে দিয়েছেন হল সংসদ নেতারা।

বৃহস্পতিবার রাতে শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর পর ক্যাম্পাসে ব্যাপক বিক্ষোভের মধ্যে হল সংসদের নেতারা হলের নতুন এ নাম দেন। মধ্যরাতেই তারা হাদির নামে হলের নামকরণের পোস্টার হলের সামনে লাগিয়ে দেন।

হল সংসদের সহ-সভাপতি মো. মুসলিমুর রহমান গণমাধ্যমকে বলেন, আমাদের শরিফ ওসমান হাদি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন। যাদের হাতে তিনি শাহাদতবরণ করেছেন, সেই কালচারাল ফ্যাসিস্টরা বর্তমানে দিল্লিতে পালিয়ে রয়েছেন। এই কালচারাল ফ্যাসিস্টদের জনক শেখ মুজিবুর রহমান। সে কারণেই আমরা তার নাম বাদ দিয়ে শহীদ শরীফ ওসমান হাদির নামে হলের নামকরণ করতে চাই।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।


শেয়ার করুন