Saturday, December 27, 2025

ঢাকা-১৩ আসনের প্রার্থী হচ্ছেন মামুনুল হক

তিস্তা নিউজ ডেস্ক ঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য ঢাকা-১৩ আসনের প্রার্থী হচ্ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

আগামীকাল রোববার দুপুরে তিনি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করবেন।

শনিবার মামুনুল হকের ব্যক্তিগত সহকারী মাওলানা জাকির হুসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার দুপুর ১২টায় আগারগাঁওয়ে ঢাকা জেলা নির্বাচন কমিশনের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেবেন মাওলানা মামুনুল হক। এ সময় তার সঙ্গে দলের নেতারা উপস্থিত থাকবেন।

উল্লেখ, জামায়াতসহ আট দলের যে নির্বাচনি সমঝোতা প্রক্রিয়া চলছে, তাতে মামুনুল হকের দলও রয়েছে।


সূত্রঃ দৈনিক আমার দেশ।



শেয়ার করুন