Saturday, December 13, 2025

জলঢাকায় ওসমান হাদীর উপর বর্বরোচিত গুপ্ত হামলার প্রতিবাদে, বিভিন্ন সংগঠনের প্রতিবাদ বিক্ষোভ


মাহমুদ আল-হাছান, তিস্তা নিউজঃ  ইনকিলাব মঞ্চের নেতা ও ঢাকা-৮ আসনে স্বতন্র সংসদ সদস্য প্রার্থী অন্যতম জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদীর উপর বর্বরোচিত হামলা ও হত্যার উদ্দেশ্যে গুলি করার প্রতিবাদে সারা দেশব্যাপী প্রতিবাদ বিক্ষোভের ধারাবাহিকতায় জলঢাকা উপজেলাতেও বিভিনৃন রাজনৈতিক সংগঠন প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। 


বিকাল ৩'০০ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি'র জলঢাকা পৌর ও উপজেলা শাখা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। জলঢাকা উপজেলা বিএনপি'র নেতা অধ্যাপক রুহুল আজাদ দুখুর নেতৃত্বে মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নীলফামারী জেলা বিএনপি'র সদস্য খোরশেদ আলম আলো, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাংবাদিক নেতা শাজাহান কবির লেলিন, স্বেচ্ছাসেবক দলের উপজেলা সেক্রেটারি আলমগীর হোসেন সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ওসমান হাদীর উপর এই হামলা জুলাই আন্দোলনকে নস্যাৎ ও আগামী নির্বাচন বানচাল করার গভীর ষড়যন্ত্রেরই অংশ। নেতৃবৃন্দ অবিলম্বে হাদীর উপর আক্রমনকারি ও তাদের দোসরদের সনাক্ত করে গ্রেফতারের দাবি জানান।


৩'৩০ মিনিটে বৈষম্য বিরোধী যুবনেতা ও জুলাই যোদ্ধা আব্দু হাকিম সাবুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল জলঢাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জিরো পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে যুবনেতা আব্দুল হাকিম সাবু, ছাত্রনেতা রুক্সি সহ বৈষম্য বিরোধী অন্যান্য ছাত্র ও যুবনেতাগন বক্তব্য প্রদান করেন। ছাত্র ও যুবনেতাগন ওসমান হাদীর উপর আক্রমনকারিকে এখন পর্যন্ত গ্রেফতার করতে না পারায় সরকারে প্রতি উষ্মা প্রকাশ করেন। বক্তাগণ অবিলম্বে হাদীর উপর আক্রমনকারিকে গ্রেফতারে ব্যার্থ হলে বৃহত্তর আন্দোলনের হুমকি প্রদান করেন।


সন্ধ্যার কিছুক্ষন আগে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি ওসমান হাদী হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে। জলঢাকা উপজেলা এনসিপি'র প্রধান সমন্বয়ক রেজাউল ইসলাম রাজুর নেতৃত্বে বিক্ষোভকারিগন জলঢাকা ডাকবাংলো মাঠে সমাবেশ করে এবং হাদীর উপর ন্যাক্কারজনক গুপ্ত হামলার নিন্দা ও অবিলম্বে আক্রমনকারিকে গ্রেফতারের দাবি জানান।


শেয়ার করুন