Sunday, December 28, 2025

বিরামহীন শৈত্য প্রবাহে কাঁপছে উত্তরাঞ্চল, নেই শীত নিবারণে পর্যাপ্ত সহায়তা

 

মাহমুদ আল-হাছান, তিস্তা নিউজঃ গত ছয়দিন ধরে বয়ে চলা অবিরাম শৈত্য প্রবাহে থরথর করে কাঁপছে উত্তরাঞ্চলের নীলফামারী জেলা। জেলার কিশোরগঞ্জ, জলঢাকা, ডোমার, ডিমলার সাধারন খেটে খাওয়া মানুষ পড়েছে চরম বিপাকে। প্রচন্ড ঠান্ডায় জীবিকার সন্ধানে তারা বাড়ী থেকে বেরও হতে পারছে না আবার ঘরে বসে থাকতেও পারছে না। বিশেষ করে বয়োবৃদ্ধ ও শিশুরা শীতের ভয়াবহ প্রকোপে চরম কষ্ট পাচ্ছে। প্রচন্ড শীতে বয়স্ক ও শিশুদের সর্দি, কাশি, নিউমোনিয়া ও আ্যজমা রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। শিশুদের ডায়রিয়ার প্রকোপও বেড়েছে আশঙ্কাজনক ভাবে।  

আজকের দিনের বেলা ডিমলা আবহাওয়া উপকেন্দ্র থেকে এই এলাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮° ডিগ্রী সেলসিয়াস। তবে সন্ধ্যার পরে তা ১৪° ডিগ্রীতে নেমে আসবে বলে পুর্বাভাস দেওয়া হয়েছে। শুধু মানুষ নয়, গবাদি পশু নিয়েও সাধারন লোকজন বিপাকে পড়েছে। শীতের প্রকটে গবাদি পশুও কষ্ট পাচ্ছে এবং শীতবাহিত বিভিন্ন রোগ বালাইয়ের প্রকোপ বাড়ছে। কেউ কেউ বাড়ীর পুরনো কাপড় কেটে গবাদী পশুর গায়ে দিয়ে শীত রক্ষার ব্যার্থ চেষ্টা করছেন। 


জলঢাকার গোলমুন্ডা ইউনিয়নের কেয়ার বাজার এলাকার দরীদ্র শ্রমিক রহিম বকস বলেন- ঠান্ডার চাপে কাজে যেতে পারছি না। কম্বলের অভাবে বাড়ীতে থাকা মহিলা ও শিশুরা খুব কষ্ট পাচ্ছে। সরকারিভাবে কোনো কম্বল কিংবা শীতের কাপড় দেওয়া হয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন- না, এ রকম কোনো সহযোগিতা আমরা পাই নাই। তিনি সমাজের সামর্থ্যবানদের কাছে শীতার্ত অসহায় দরীদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।


শেয়ার করুন