তিস্তা নিউজ ডেস্ক ঃ জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
জানা গেছে, জামায়াতের নেতৃত্বাধীন ৮ দলীয় জোট অক্ষুণ্ন থাকছে। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে উল্লিখিত দুটি দল।
সংবাদ সম্মেলনে সাংবাদিকরা জামায়াত আমিরকে প্রশ্ন করেন- আমরা শুনছি, আরও কিছু ছোট দল আপনাদের সঙ্গে যুক্ত হতে চায়, আপনারা তাদের গ্রহণ করবেন কি না। এর জবাবে তিনি বলেন, আমাদের সঙ্গে কেউ যুক্ত হতে চাইলে আমরা তাদের গ্রহণ করব।


