Monday, December 29, 2025

নীলফামারী-২ (সদর) আসনে বিএনপি প্রার্থীর ফটোকপি মনোনয়ন পত্র জমার অভিযোগ, জামায়াত প্রার্থীর প্রতিবাদ

 

মাহমুূদ আল-হাছান,  তিস্তা নিউজ ঃ  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনেনয়ন পত্র জমাদানের আজ শেষ দিনে নীলফামারী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব শাহরীন ইসলাম তুহিন চৌধুরীর বিরুদ্ধে মনোনয়ন পত্রের স্ক্যান করা ফটোকপি জমা দেওয়ার অভিযোগ করেছেন জামায়াত মনোনীত প্রার্থী এডভোকেট আলফারুক আব্দুল লতিফ। তিনি সাংবাদিকদের সামনে অভিযোগ করে বলেন যে, বিকাল ৫.০০ টা পর্যন্ত মনোনয়ন পত্র জমাদানের সময়সীমা নির্ধারিত থাকলেও ৫.৪০ মিনিট পর্যন্ত মনোনয়ন পত্রের মুলকপি রিটার্নিং অফিসারের নিকট জমা হয় নাই। তিনি বলেন, সন্ধ্যা ৬.০০ টায় আমি রিটার্নিং অফিসার বরাবর একটি লিখিত আবেদন করে বিষয়টি তাঁকে অবহিত করি এবং ফটোকপি মনেনয়ন পত্রটি গ্রহন না করার আবেদন জানাই। রিটার্নিং অফিসার আমার আবেদনটি রিসিভ করেন এবং ফটোকপি মনেনয়ন পত্র পাওয়ার কথা স্বীকার করে বলেন যে, বাছাইয়ের দিন পর্যন্ত মনোনয়ন পত্রের মুলকপি জমা দেয়া যাবে। 

এড. আল-ফারুক বলেন - এ ধরনের আইনের তথ্য আমার জানা নেই, তিনি এ আইন কোথায় পেয়েছেন আমি জানি না। জনাব আল- ফারক রিটার্নিং অফিসারের বিরুদ্ধে নিরপেক্ষতা লঙ্ঘনের অভিযোগ করে বলেন- রিটার্নিং অফিসারই যখন কোনো প্রার্থীর প্রতি আইন প্রয়োগে ভয় পায় তখন এই ধরনের দূর্বল প্রশাসন দিয়ে নিরপেক্ষ নির্বাচন কিভাবে আশা করা যায়।


শেয়ার করুন