Thursday, December 18, 2025

এন, এল কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশন লিমিটেডের বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত।


বদিউজ্জামান জলঢাকা নীলফামারী তিস্তা ডেস্ক ঃ নীলফামারীর জলঢাকায় এন, এল কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশন লিমিটেডের উদ্যোগে বৃত্তি পরীক্ষা ২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী এ পরীক্ষা ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখে শুরু হয়ে ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে শেষ হয়।

জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ বৃত্তি পরীক্ষায় মোট ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৯৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষায় মোট ৪টি বিষয় অন্তর্ভুক্ত ছিল—বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান।

সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতিদিন দুটি করে পরীক্ষা নেওয়া হয়, ফলে মোট চারটি পরীক্ষা সম্পন্ন হয়।

পরীক্ষা চলাকালীন সময়ে হল পরিদর্শন করেন মাওলানা ওবায়দুল্লাহ সালাফি, জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী, নীলফামারী-৩ (জলঢাকা)। তিনি পরীক্ষার সুষ্ঠু পরিবেশ ও শৃঙ্খলার প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

পরীক্ষার হল সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মাহফুজুর রহমান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আব্দুল মালেক। তাঁদের সার্বিক তত্ত্বাবধানে পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

আয়োজক কর্তৃপক্ষ জানান, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।


শেয়ার করুন