হাকিম বদিউজ্জামান জলঢাকা ঃ নীলফামারীর জলঢাকায় গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযানে পৌরসভা থানাধীন ৩ নং ওয়ার্ড বগুলাগাড়ী বাবুল্লাপাড়া ক্যানেলেরপাড় এলাকা থেকে কুখ্যাত মাদক কারবারি মিনারুল ইসলাম ও তার স্ত্রী মাদক কারবারি জোসনা খাতুন কে ৮৫ পুরিয়া হিরোইন, ৫ পিস ইয়াবা, মাদক সেবনের কাজে ব্যবহৃত চারটি রেপিং ফুয়েল কাগজ, মাদক বিক্রয়ের নগদ ৪৩৬০/- ও দুটি মোবাইল ফোন সহ গ্রেপ্তার করা হয়েছে। জলঢাকা থানা অফিসার ইনচার্জ নাজমুল আলম বলেছেন,মাদক মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে। জলঢাকা কে মাদকমুক্ত করার এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি তিস্তা নিউজ কে জানান।
উল্লেখ্য যে উভয় আসামির বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।


