Friday, January 16, 2026

১১ দলীয় নির্বাচনী ঐক্যে থাকবে না ইসলামী আন্দোলন


মাহমুদ আল হাছান তিস্তা নিউজ ঃ জামায়াতসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যে থাকবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি)। আজ শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে আইএবির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

এর আগে, সকালে নাম প্রকাশ না করার শর্তে ইসলামী আন্দোলনের এক কেন্দ্রীয় নেতা  জানিয়েছেন, তারা চূড়ান্তভাবে ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ জোটে থাকছেন না।

তিনি বলেন, ‘আমরা যেই উদ্দেশ্যে এক হয়েছিলাম, বাকি ১০ দল সে কথা রাখেনি। বিশেষ করে ওয়ান বক্স ভোটের নীতি ইসলামী আন্দোলনের প্রস্তাব হলেও একটি বিশেষ দল একক কর্তৃত্ব দেখাচ্ছে। তাই আমরা আমাদের মতো চলতে চাই।’


শেয়ার করুন