Friday, January 23, 2026

জলঢাকায় র‍্যাব-১৩ এর অভিযানে ১টি অবৈধ বিদেশী পিস্তল উদ্ধার


মাহমুদ আল হাছান তিস্তা নিউজঃ  নীলফামারীর জলঢাকায় এলিট ফোর্স র‍্যাব অভিযান চালিয়ে১ টি বিদেশী পিস্তল উদ্ধার করেছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, আজ ২৩ ডিসেম্বর (শুক্রবার) ভোর রাতে র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলার জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অন্তর্গত পূর্ব বালাগ্রামের জলঢাকা-ডালিয়া সড়কের পার্শ্বে জনৈক মৃত আছির উদ্দিন এর ছেলে তোফাজ্জল (৬০), এর বাঁশ বাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ০১ টি হলুদ রঙের শপিং ব্যাগের ভিতর রক্ষিত ০১ টি অবৈধ বিদেশী পিস্তল উদ্ধার করে।

উদ্ধারকৃত পিস্তলটি জলঢাকা থানায় পরবর্তী ব্যাবস্থা গ্রহনের জন্য জমা দিয়েছে র‍্যাব। থানায় মামলা হয়েছে। র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেন। 

শেয়ার করুন