Thursday, January 22, 2026

নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই জলঢাকা জামায়াতের বিশাল নির্বাচনী গণ মিছিল

 

মাহমুদ আল-হাছান, তিস্তা নিউজ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলো আজ থেকে। আজ ২২ জানুয়ারি (বৃহষ্পতিবার) নির্বাচনী প্রচারণা শুরুর প্রথম দিনেই নীলফামারী-৩ (জলঢাকা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী  মাওলানা ওবায়দুল্লাহ সালাফীর সমর্থনে দাড়িপাল্লা মার্কার গণমিছিল করেছে জলঢাকা উপজেলা জামায়াত। বিকাল ৪.৩০ মিনিটে উপজেলা কার্যালয় আল-ফালাহ থেকে মিছিলটি শুরু হয়। মাওলানা ওবায়দুল্লাহ সালাফী ছাড়াও জামায়াতের জেলা কর্ম পরিষদ সদস্য শ্রমিক নেতা  প্রভাষক সাদের হোসেন, জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও জলঢাকা প্রেসক্লাবের সভাপতি  আলহাজ্ব কামরুজ্জামান, উপজেলা সেক্রেটারি  মোয়াম্মার আলহাছান, উপজেলা সহ. সেক্রেটারি জনাব মুজাহিদ মাসুম, জামায়াত নেতা জনাব ফয়সাল মুরাদ,এবি পার্টির জেলা সেক্রেটারি অধ্যাপক আলতাফ হোসেন, এনসিপি নেতা মোহাইমিনুল রহমান সানা মিছিলে নেতৃত্ব দান করেন। প্রায় দশ সহস্রাধিক মানুষের অংশগ্রহনে অনুষ্ঠিত মিছিলে নেতাকর্মীদের অত্যন্ত উজ্জীবিত ও প্রাণবন্ত থাকতে দেখা যায়। মিছিলের ব্যাপক উপস্থিতি জলঢাকায় 'টক অব দ্য টাউনে' পরিনত হয়। উদ্দীপ্ত নেতাকর্মীগন দাঁড়িপাল্লার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি বলে মত প্রকাশ করেন।

উল্লেখ্য যে, দীর্ঘ প্রায় ১৭ বছর পরে জামায়াত তার নিজস্ব প্রতীকে নির্বাচন করার সুযোগ পাচ্ছে। এ কারণেও নেতাকর্মীগন অত্যন্ত উজ্জীবিত বলে।মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকগন।


শেয়ার করুন