Thursday, January 22, 2026

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদ ও অনতিবিলম্বে শাকসু বাস্তবায়নের দাবিতে জলঢাকা উপজেলা শিবিরের বিক্ষোভ মিছিল


হাকিম বদিউজ্জামান জলঢাকা ঃ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদ ও অনতিবিলম্বে শাকসু বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জলঢাকা উপজেলা ছাত্রশিবির।আজ ২২ জানুয়ারী বৃহস্পতিবার বিকেল ৩টায় বিক্ষোভ মিছিলটি স্থানীয় ডাকবাংলো থেকে শুরু হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে  গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। উপজেলা সভাপতি আহসান হাবিব এর সঞ্চালনায় মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নীলফামারী জেলা সভাপতি তাজামুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিবিরের নেতা আরমান হাফিজ মাসুম।

প্রধান অতিথি তাজামুল হাসান বলেন, শিক্ষার্থীদের অধিকার সুরক্ষিত রাখার জন্য ৫ই আগস্টে যে বিপ্লব সংঘটিত হয়েছিল। সেই বিপ্লব পরবর্তী বাংলাদেশে ফ্যাসিবাদী কায়দায় শিক্ষার্থীদের অধিকার হরণ করা হচ্ছে। আর এই অধিকার হরণে নেতৃত্ব দিচ্ছে একটি ছাত্র সংগঠন। যারা কিনা বিগত পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীদের কাছে পরাজিত হয়েছে। যেই ফ্যাসিবাদ বিলোপের জন্য ছাত্র জনতা জীবন দিয়েছে। সেই ফ্যাসিবাদ পুনরায় মাথাচাড়া দিয়ে উঠেছে।


তিনি আরও বলেন, প্রশাসন যদি এই ফ্যাসিবাদী কালো থাবা কে উপেক্ষা করে শাকসু নির্বাচন বাস্তবায়ন করতে পারে তাহলে তাদের নিরপেক্ষতা প্রমাণিত হবে এবং তারা আগামী দিনে নির্দিষ্ট কোন রাজনৈতিক দলের প্রভাব মুক্ত হয়ে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবে।


শেয়ার করুন