গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর সদস্যরা জলঢাকা উপজেলার ৮ নম্বর খুটামারা ইউনিয়নের কিসামত বটতলা-কুটিপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় ওই এলাকার বাসিন্দা মোঃ ফিরোজুল নামের এক ব্যক্তিকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।
আটকের পর বাড়িতে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই জব্দ করা হয়।
যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, আটক মোঃ ফিরোজুল দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
যৌথ বাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়, সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।


