তিস্তা নিউজ ডেস্ক ঃ নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বিজিবি সদস্যদের সামনে মুহিব খানের “ইঞ্চি ইঞ্চি মাটি” দেশের গানটি খালি গলায় গেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে ছোট্ট শিশু আরকান সরকার।
তিস্তা নিউজ ডেস্ক ঃ নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বিজিবি সদস্যদের সামনে মুহিব খানের “ইঞ্চি ইঞ্চি মাটি” দেশের গানটি খালি গলায় গেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে ছোট্ট শিশু আরকান সরকার।
জানা গেছে, খালি গলায় গান গাওয়া শিশু আরকান সরকারের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলায়। সে ওই উপজেলার মুশুলী ইউনিয়নের নবীয়াবাদ গ্রামের আকরাম হোসেনের ছেলে। আরকান একজন নাশিদ শিল্পী। সে গত এক বছর ধরে সংগীত চর্চা করে আসছে।
আরকানের বাবা আকরাম হোসেন বলেন, সোমবার (১২ জানুয়ারি) ভোরে আমি ও আমার স্ত্রী ছেলে আরকানকে নিয়ে কলমাকান্দার পাঁচগাঁও এলাকার চন্দ্রডিঙা জায়গাটি দেখতে যাই। কিন্তু সেখানে প্রবেশ নিষেধ থাকায় আমরা পাঁচগাঁও বিজিবি টহল ক্যাম্পের সামনে কিছুক্ষণ অবস্থান করি। এ সময় আমার ছেলে আরকান গানটি করে। তখন আমি তা ভিডিও করি। এ সময় বিজিবি সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, আমরা পাঁচগাঁও বিজিবি ক্যাম্পের সামনে সকাল সাড়ে ১১টায় যায়। সেখানে গিয়ে জানতে পারি চন্দ্রডিঙা এলাকায় যাওয়া নিষেধ। তাই বিজিবি টহল ক্যাম্পের সামনেই অবস্থানকালে আরকান দেশের গানটি করে। পরে সেখান থেকে আমরা দুর্গাপুর উপজেলার বিজয়পুরে সাদা মাটির পাহাড় দেখতে যাই। সেখানেও আরকানের গাওয়া কয়েকটি গান ভিডিও রেকর্ড শেষে বাড়ি ফিরে আসি।
আকরাম হোসেন বিস্ময় প্রকাশ করে বলেন, আমার ছেলের গাওয়া এই গানটি যে এত দ্রুত দেশ বিদেশে ছড়িয়ে পড়বে এবং ভাইরাল হবে- সেটা কল্পনাও করিনি। তিনি তার শিশু ছেলে আরকানের জন্য দেশবাসীর দোয়া কামনা করেন।