মাহমুদ আল হাছান তিস্তা নিউজ ঃ নীলফামারীর জলঢাকায় গতকাল গভীর রাতে পূর্ব কাঠালী এলাকা থেকে জুয়া খেলার সময় অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাবু,ফরগুটি, বিছানা ও নগদ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কাঠালী ইউনিয়নের মোঃ ফরিদুল ইসলাম (৪৫), মোহাম্মদ রহিদুল ইসলাম (৫০), মোঃআব্দুল মান্নান (৫৫),মোঃ ফেরদৌস আলম (৩৪),মোঃ হাসিনুর রহমান( ৪৫)।
জলঢাকা থানার মামলা নাম্বার ১০,তারিখ-০৬/০১/ ২০২৬,ধারা-১৮৬৭ সালের জুয়া আইনের ৪ ধারায়
মঙ্গলবার দুপুর ১২ টায় জলঢাকা থানা থেকে তাদের আদালতের মাধ্যমে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার কাঠালী রঙের বাজার এলাকায় হাসিনুর রহমানের মালিকানাধীন আলু ক্ষেতে দীর্ঘদিন ধরে জুয়া খেলার আসর বসে। তারই ধারাবাহিকতায় সোমবার গভীর রাতে সেখানে জুয়া খেলার আসর বসে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে গ্রেফতার করে।
এ ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদী হয়ে জুয়াড়িদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, জুয়া ও মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ৫ জুয়াড়িকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।


