Wednesday, January 7, 2026

জলঢাকায় সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে জামায়াত প্রার্থীর উঠান বৈঠক


মাহমুদ আল হাছান তিস্তা নিউজ :আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে উঠান বৈঠক করেছেন জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী। মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় উপজেলার কৈমারী ইউনিয়নের গাবরোল বাবু পাড়া এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

 প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন - মাওলানা ওবায়দুল্লাহ সালাফী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,“আমি নির্বাচিত হই বা না হই-মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবো। টাকা, ধুতি বা লুঙ্গির বিনিময়ে ভোট দিয়ে নিজেকে বিক্রি করবেন না। নিঃস্বার্থভাবে ভালোমানুষকে চিনে ভোট দিন।”


তিনি আরও বলেন,

“জনগণের সেবা করাই আমার প্রধান লক্ষ্য। যুব সমাজের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও নৈতিক সমাজ গঠনে কাজ করবো। মন্দির ও মসজিদের বাজেট সুষ্ঠুভাবে প্রদান করা হবে এবং প্রতিটি হিসাব স্বচ্ছভাবে জনগণের সামনে উপস্থাপন করা হবে।”


রমেশ চন্দ্র রায় মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন মাওলানা ছামিদুল হক।

উপস্থিত ছিলেন কৈমারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আব্দুল আজিজ, শ্রী অমূল্য চন্দ্র রায়, গাডিয়া সাধুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উঠান বৈঠক ও গণসংযোগকে ঘিরে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। এসময় অনেকেই দাড়িপাল্লা প্রতীকের প্রতি সমর্থন ব্যক্ত করেন।


শেয়ার করুন