মাহমুদ আল-হাছান, তিস্তা নিউজ ঃ নীলফামারীর জলঢাকার গোলমুন্ডা ইউনিয়নের সম্ভ্রান্ত চৌধুরী বাড়ীর কনিষ্ঠতম সন্তান ও নীলফামারী-৩ (জলঢাকা) আসনে জাতীয় পার্টি মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব রোহান চৌধুরীর সম্মানিত পিতা জনাব হারুন অর রশীদ বেলাল চৌধুরীর জানাজা নামাজ আজ০৩ জানুয়ারী, (শনিবার) গোলমুন্ডার ঐতিহাসিক কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে। জনাব বেলাল চৌধুরী গতকাল ০২ জানুয়ারী শুক্রবার সকাল ৭''৩০ মিনিটে ঢাকার পপুলার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে প্রায় এক মাস যাবত তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৬ বছর। আজ সকাল ১১.০০ টায় অনুষ্ঠিত মরহুমের জানাজা নামাজে জামায়াত নেতা মাওলানা ওবায়দুল্লাহ সালাফী, বিএনপি নেতা জনাব আলহাজ্ব সৈয়দ আলী, জাতীয় পার্টির নেতা জনাব দবির হুদা, জলঢাকা পৌরসভার সাবেক মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী,জামায়াতের উপজেলা সেক্রেটারি মোয়াম্মার আল হাছানসহ বিপুল সংখ্যক সাধারন মানুষ অংশগ্রহন করেন। জানাজা পুর্ব সমাবেশে নেতৃবৃন্দ মরহুমের জীবনের স্মৃতিচারন করে আবেগঘন বক্তব্য প্রদান করেন। উপস্থিত মুসল্লিবৃন্দ গভীর শ্রদ্ধায় মরহুমকে শেষ বিদায় দান করেন।


