উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাজাহান কবীর লেলিনের নেতৃত্বে ও সার্বিক ব্যবস্থাপনায় এবং উপজেলা সদস্য সচিব আলমগীর হোসেনের সঞ্চালনায় উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের আয়োজনে আজ শুক্রবার (২ জানুয়ারি) জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বাদ আসর এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী-০৩ (জলঢাকা) সংসদীয় আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলী।
দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বালাগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল হাই, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুর হক বাবু, উপজেলা কৃষক দলের সভাপতি আমজাদ হোসেন, শ্রমিক দলের সভাপতি আমিনুর রহমান, বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনূস আলী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াদ ইসলাম, যুবদল নেতা আবু তোরাব ঈমন, ওমর ফারুক (ছোট বাবু), পৌর জাসাস নেতা জিয়াউর রহমান, সুলতান মাহমুদ, জিয়ামঞ্চের প্রভাষক তুহিনুর রহমান নয়নসহ আরও অনেকে।
বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার রাজনৈতিক অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন। পরে মরহুমার আত্মার শান্তি কামনায় দোয়া পরিচালনা করা হয় এবং দরিদ্র, মিসকিন, এতিম ও অসহায়দের মাঝে মিলাদ মাহফিলের তবারক বিতরণ করা হয়।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব সৈয়দ আলী বলেন, “মরহুমা বেগম খালেদা জিয়ার শোককে শক্তিতে রূপান্তরিত করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে হবে।” তিনি আগামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জলঢাকা আসনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং সবার কাছে দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


