শুক্রবার (২ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
মনোনয়নপত্র বাতিলকৃত প্রার্থীরা হলেন, জাতীয় পার্টির প্রার্থী রোহান চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমজাদ হোসেন।
বৈধ প্রার্থীরা হলেন, বিএনপি'র মনোনীত প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব সৈয়দ আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শুরা সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৩ আসনে (জলঢাকা) মোট চারজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে হলফনামায় তথ্যের গড়মিল ও নির্ধারিত নিয়ম অনুসরণ না করায় এদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমজাদ হোসেন ও ক্রেডিট কার্ডের ঋণ খেলাপি হিসেবে জাতীয় পার্টির প্রার্থী রোহান চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আগামী ৯ জানুয়ারি পর্যন্ত তারা নির্বাচন কমিশনে প্রার্থিতা ফিরে পেতে আপিল করতে পারবেন। জাতীয় পার্টির প্রার্থী রোহান চৌধুরীর সাথে যোগাযোগ করলে উনি বলেন ক্রেডিট কার্ডের বিল বকেয়া ছিল তা ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে, আপিলে প্রার্থীতা ফিরে পাব। আমজাদ হোসেন সরকার কোন মন্তব্য করতে রাজি হননি।


