Thursday, January 1, 2026

জলঢাকায় তিস্তা নিউজ টোয়েন্টি ফোর ডটকমের প্রতিষ্ঠা বার্ষিকী ও বেগম খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠান



নিজস্ব প্রতিবেদক :- জলঢাকায় জমকালো আয়োজনে পালিত হলো তিস্তা নিউজ টোয়েন্টি ফোর ডটকমের প্রথম প্রতিষ্ঠান বার্ষিকী ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে তিস্তা নিউজের সম্পাদক ফয়সাল মুরাদের সার্বিক আয়োজনে আজ ১লা জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় ডিমলা রোডস্থ অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।  ফয়সাল মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত ও নির্বাহী সম্পাদক মাহমুদ আল হাছান এর সঞ্চালনায়  বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহাজাহান কবীর লেলিন। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সহ-সভাপতি মনিরুজ্জামান লেবু, সহ-সাধারন সম্পাদক আবেদ আলী, মাইদুল হাসান, প্রেসক্লাব কোষাধ্যক্ষ ছানোয়ার হোসেন বাদশা, হাসানুজ্জামান সিদ্দীকি, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হারুন অর-রশীদ, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান মিলন পাটোয়ারী। এ সময় উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক দল সদস্য সচিব আলমগীর হোসেন, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি তাজমুল হাসান সাগর, মাদ্রাসা সাংগঠনিক থানা শাখার সভাপতি মিঠু ইসলাম প্রমুখ। বর্ষপ্রূর্তি অনুষ্ঠানে তিস্তা নিউজের স্টাফ, সিনিয়র রিপোর্টারসহ উপজেলা পর্যায়ের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামারুজ্জামান বলেন, তিস্তা নিউজ টোয়েন্টি ফোর ডটকম হাঁটি হাঁটি পাঁ পাঁ করে  একটি বছর অতিবাহিত করলেন। এই স্বল্প সময়ে তিস্তা নিউজ টোয়েন্টি ফোর ডটকম উপজেলা সহ জেলা পর্যায়ে বেশ সুনাম কুড়িয়েছে। আগামীতে আরো এগিয়ে যাবে তিস্তা নিউজ এই কামনা করি। আলোচনা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা হয়।


শেয়ার করুন