বদিউজ্জামান জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি ঃ গত ২১ জুলাই রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষিকা মেহেরীন চৌধুরীর সমাধিস্থলে জেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
আজ ২৩ জুলাই (বুধবার) নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়িতে সকাল ১১ টায় জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ও জেলা পুলিশ সুপার এএফএম তারিক হোসেন খানের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।এসময় উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজ্জাকিন, থানা অফিসার ইনচার্জ আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ২১ জুলাই বিমান দুর্ঘটনায় নিহত মেহেরীন চৌধুরীকে তার গ্রামের বাড়ি নীলফামারীর জলঢাকায় গতকাল ২২ জুলাই বিকাল তিনটায় দাফন করা হয়েছে।